Installing LAMP In Ubuntu

প্রথমে ল্যাম্প সার্ভার ডাউনলোড করতে হবে। টার্মিনাল খুলে নিচের কমান্ড রান করুনঃ

sudo apt-get install lamp-server^

ইন্সটলের সময় রুট ইওজারের জন্য MySQL ডাটাবেসের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেয়া হলে বাকি ইন্সটলেশন শেষ হবে।

এপাচি টেস্ট

এবার এপাচি টেস্ট করার জন্য ওয়েব ব্রাউজার খুলে http://localhost/ লিখে এন্টার দিতে হবে। সবকিছু ঠিক থাকলে “It Works!” দেখা যাবে।

পিএইচপি টেস্ট

এবার PHP টেস্ট করার জন্য hello.php নামে একটা ফাইল বানাতে হবে /var/www -তে। এখন টার্মিনাল ওপেন করুন এবং নিচের কোডটি রান করুন।

sudo nano /var/www/hello.php

এবার <?php phpinfo(); ?> লিখে সেভ করতে হবে। এবার এপাচি পুনরায় চালু করতে হবে নিচের কমান্ডের সাহায্যেঃ

sudo /etc/init.d/apache2 restart

এখন ব্রাউজারে http://localhost/testing.php/ লিখে এন্টার দিলে পিএইচপি সংক্রান্ত ইনফরমেশন দেখা যাবে।

মাইএসকিউএল কনফিগার

আপনি যে পিসিতে কাজ করছেন তার ip address ডিফল্ট 127.0.0.1 দেয়া আছে। এটা ভেরিফাই করার জন্য টার্মিনালে নিচের কোড দুটি পরপর রান করতে হবেঃ

cat /etc/hosts | grep localhost
cat /etc/mysql/my.cnf | grep bind-address

এবার নিচের মত করে আউটপুট দেখা যাবেঃ

bind-address = 127.0.0.1

ইন্সটল পিএইচপিমাইএডমিন

নিচের কোডটি রান করুনঃ

sudo apt-get install libapache2-mod-auth-mysql phpmyadmin

এবার আপনাকে ওয়েব সার্ভার সিলেক্ট করতে বলা হবে। অবশ্যই আপনাকে apache2 সিলেক্ট করতে হবে। এরপরে বাকি ইন্সটলেশন শেষ হবে। এখানে আপনাকে রুট পাসওয়ার্ড দেয়া লাগবে।

HAPPY PHPying :)