Iftar party

অনেক দিন পর বাসায় একটা ইফতার পার্টি আয়োজন করলাম। ব্যাচের অলমোস্ট সবাই ছিল — শিমুল, তারেক, শিরিন, নোমান, অলকা, পলাশ, শারমিন, আফরিন, ইমরান, রাবিত। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রিকশায় উঠতে গিয়ে এসি’র পায়ের কাপড় গেছে একটু ছিড়ে। বেচারি সারাক্ষণ ওইটা ঢাকতে ঢাকতেই পেরেশান। সবচেয়ে বেশি খেয়েছে ইমরান। ব্যাটা নাকি অসুস্থ…!! এই হল তার নমুনা। খাবারের আইটেম ছিলঃ প্রথম দফায় পিয়াজু, আলুর চপ, ছোলা-মুড়ি, বেগুনী, আপেল, খেজুর, কলা। দ্বিতীয় দফায় বিরিয়ানি। তৃতীয় দফায় আইসক্রিম।