Digital Day

আজকে নাকি একটা ডিজিটাল দিবস। অনেক জায়গায় এটা নিয়ে অনেক লেখালাখি হচ্ছে। আবার এটাকে বাইনারি করলে হয় ১০১০১০, সেটাকে আবার ডেসিমাল করলে হয় ৪২. এগুলা নিয়েও অনেক ব্যানার হয়েছে। আজকে আমার জন্য বিশেষ কিছুই হয় নাই। ৮ টার সময় নেটওয়ার্কিং ক্লাস ছিল, আসছি ৮:২৫ এর দিকে। একটা ক্লাস টেস্ট ছিল কম্পাইলার। পুরাই ফাটাইছি। মাগরিবের নামাজের একটু আগে রিফাত ফোন দিল। ও থাকে অস্ট্রেলিয়ায়। মজার কথা হল আজকে ছিল ১০-১০-১০, ওর সাথে কথা বলে এর আগের ডিজিট মানে ৯-৯-৯৯ কথাও মনে পড়ে গেল (আর তার আগেরটা মানে ৮-৮-৮৮ এর সময় আমি ছিলামই না 😀)। ওইদিনও ওর সাথে আমার কথা হয়েছিল। ওইদিন হয়েছিল সামনা-সামনি আর আজকে হইল ফোনে। তখন আমরা মনে হয় ক্লাস সিক্সে পড়ি। আমাদের আরেক ফ্রেন্ড রনির ওইদিন উপলক্ষে একটা নতুন খাতা কিনেছিল। রিফাত মনে হয় জানত না যে ওইদিন সবগুলা ডিজিট একই রকম। আমি ওরে বললাম রনিরের খাতা কেনার কথা। ও বলে, “কেন ও কি এইরকম দিন ছাড়া খাতা কিনে না?” 😯 হিহিহিহিহি…কত ভাল দিন ছিল রে, স্কুলের পাচ বছর কি যে মজা করছি এইটা আর বোঝানো যাবেনা। বাদড়ামি কারে বলে, কত প্রকার ও কি কি ভাল মত বুঝিয়ে দিতে পারতাম। অনেক দিন আগে একটা কথা শুনছিলাম, স্কুল লাইফের বন্ধুত্ত কাছে থাকুক বা দূরে থাকুক দিন দিন বাড়ে।