Code Technologies
আমার লাইফের বানানো প্রথম ওয়েবসাইট। ভার্সিটি থাকতে একবার একটা পার্টটাইম চাকরির অফার পাই জুনিয়র ডেভেলপার হিসাবে। প্রথম দিন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমাদের স্কুলের শামীম ভাই ইন্টারভিউ নেয়ার জন্য বসে আছেন। আমিতো পুরাই অবাক!! ওইদিন তারিখ ছিল ০৫/০৮/২০১১. যাই হোক ইন্টারভিউ মোটামুটি দিলাম। সেই দিন রাতে ফোন করে তারা জানালেন যে আমাকে সিলেক্ট করা হয়েছে। ওখানে জয়েন করার পর আমার প্রথম কাজই ছিল অফিসের নিজস্ব ওয়েবসাইট বানানো। শামীম ভাই অনেক হেল্প করছেন। প্রায় দুই মাস পর ওয়েবসাইটের কাজ শেষ হল। তার কিছু স্ক্রিনশটঃ