Classroom
বেচারা স্যার। আমাদের ক্লাস নিয়ে অতীব হতাশা হয়ে গেছেন। আমাদের সবাইকে জিজ্ঞেস করলেন কি করলে তোমরা আরো ভাল করে পড়বে? সবাই বলছেঃ
রাজুঃ
স্যার যদি একলা একটা রুমে থাকতে পারতাম তাইলে ভালভাবে পড়তাম 🙁
অলকাঃ
আমার যদি একটা হেলিকপ্টার থাকত তাইলে আমি প্রতিদিন মা’র সাথে দেখা করতে পারতাম।
ইমরানঃ
আমাকে একটা এসিওয়ালা গাড়ি দিলে আমি আরো ভালমত পড়তাম।
আমিঃ
একটা বাইক পাইলে আরো ভালমত পড়তাম :mrgreen:
পুনমঃ
যদি কেউ পড়াশুনার জন্য চাপ দিত তাইলে আরো ভালমত পড়তাম।
নোপাঃ
কেউ চাকরীর নিশ্চয়তা দিলে পড়তাম 😉
স্যারঃ আর ে তুমি পড় আমি তোমাকে চাকরী দিব
নোপাঃ
স্যার মনে থাকে যেনো
তারেকঃ
স্যার খালি হতাশা লাগে, সবকিছুতে হতাশা…
শিমুলঃ
হোহোহোহো…
রাসেলঃ
স্যার কোয়েশ্চানটা আবার করেন 😯