Beginning RequireJS
জাভাস্ক্রিপ্ট এমন এক জিনিস যে প্রজেক্টের বয়স বাড়ার সাথে সাথে এটা ম্যানেজ করা কঠিন থেকে কঠিন হতেই থাকে। আবার অনেক সময় অনেক প্লাগইন ইউজ করতে হয়। তো এই যে আমরা এত এত প্লাগইন আমাদের প্রজেক্টে ইমপোর্ট করি বেশির ভাগ সময়ই দেখা যায় একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি (প্লাগইন) আরেকটা লাইব্রেরির উপর নির্ভরশীল।
যেমন যদি আমাদের myScript.js নামে একটা কাস্টম ফাইল থাকে যেটাতে এই কোড আছেঃ
$(function () {alert("document is loaded");});
তো দেখা যাচ্ছে আমাদের এই কোডে jQuery এর একটা ফাংশন আছে। এখন এই কোড ইউজ করতে হলে আমাদের jQuery লাইব্রেরি ইমপোর্ট করতে হবে। অনেকটা এরকমঃ
<script src="http://code.jquery.com/jquery.min.js"></script><script src="myScript.js"></script>
এখানে গুরুত্তপূর্ন ব্যাপার হচ্ছে jQuery অবশ্যই myScript.js এর আগে ইমপোর্ট করতে হবে। কারন আমাদের কাস্টম ফাইল jQuery এর একটা ফাংশন ইউজ করছে। তাই আমরা যদি এদের অর্ডার চেঞ্জ করে দেই এভাবেঃ
<script src="myScript.js"></script><script src="http://code.jquery.com/jquery.min.js"></script>
এখন আর আমাদের কোড কাজ করবে না। কারন jQuery পরে ইমপোর্ট করা হয়েছে। এখন ব্রাউজার কনসোল খুললে দেখা যাবে এই এরর দিচ্ছেঃ
ReferenceError: $ is not defined
তো দেখা যাচ্ছে আমাদের myScript.js সবসময় jQuery এর উপর নির্ভরশীল।
আবার যদি আমরা BACKBONE ইউজ করতে চাই সেটা আবার UNDERSCORE উপর নির্ভরশীল। আবার UNDERSCORE স্বয়ং jQuery এর উপর নির্ভরশীল।
এই সমস্যা সমাধানের উপায় হচ্ছে সবসময় যেই লাইব্রেরি আগে লোড হওয়া দরকার সেটা আগে লোড করা। কিন্তু যেহেতু আমাদের অনেক থার্ড পার্টি লাইব্রেরি প্রজেক্টে ইমপোর্ট করা লাগে, তাই কে কোন লাইব্রেরির উ পর নির্ভরশীল তা মনে রাখা সবসময় সম্ভব হয় না। তাই আমাদের এমন কোন সল্যুশন দরকার যাতে করে আমরা ইচ্ছেমত লাইব্রেরি ইমপোর্ট করব কিন্তু আমাদের কখনই কে কার আগে লোড হবে এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না।
সমাধানঃ
RequireJS হচ্ছে এ সমস্যার অন্যতম একটি সমাধান। RequireJS এ আমরা শুধু একটা কনফিগার অপশন লিখব আর RequireJS নিশ্চিত করবে যে সকল লাইব্রেরি ঠিকভাবে লোড করা হয়েছে।
প্রথমে আমরা RequireJS ইমপোর্ট করবঃ
<script src="require.js" data-main="main"></script>
এখানে data-main
এ একটা ফাইলের নাম দেয়া আছে। অর্থাৎ main হচ্ছে main.js।
আর main.js এ নিচের কোড লিখবঃ
// প্রথমে বলে দিতে হবে কোন কোন লাইব্রেরি লোড করতে হবে। ফাইল অর্ডারিং কোন ফ্যাক্ট নাrequirejs.config({paths: {"jquery": "http://code.jquery.com/jquery.min"// এখানেও ফাইলের শেষে .js এক্সটেনশন দরকার নাই}});require(["jquery"], function ($) {// এখানে [] এর মধ্যে বলে দিতে হবে কোন কোন ফাইল লোড করা থাকতে হবে, যদি// একের অধিক ফাইল দরকার হয় তবে কমা সেপারেট করে বলে দিতে হবে।// যেমন- ["jquery", "otherFile"]. এখন নিচের কোড তখনই রান করবে// যখন [] এর ভিতরে যা উল্লেখ করা আছে তা ল োড শেষ হবে$(function () {alert("document is loaded!");});});
কমন কিছু কনফিগারেশনঃ
baseUrl: // পথ সেট করে দেয়া যাবে যে requireJS কোন লোকেশনে ফাইল খুজবে।// যদি baseUrl সেট করা না হয় তবে ডিফল্ট ভ্যালু হবে যে পেজ এ requireJS// রেফার করা হয়েছে তার লোকেশনpaths: // ফাইল পথ বলে দিতে যেগুলো baseUrl এ থাকবেনা। যেমন- যদি কোন ফাইল// CDN থেকে রেফার করা হয় তবে ওই ফাইল অবশ্যই baseUrl এ খুজলে// পাওয়া যাবে নাwaitSeconds: // স্ক্রিপ্ট লোড করার আগে requireJS কত সেকেন্ড অপেক্ষা করবেscriptType: // স্ক্রিপ্ট টাইপ বলে দেয়া যাবে। ডিফল্ট হচ্ছে "text/javascript"
AMD with RequireJS
এখন অনেক সময় কাজের সুবিদার্থে (কোড রি-ইউজ করা, কোড ক্লিন রাখা ইত্যাদি) আমাদের বিভিন্ন মডিউল তৈরি করা লাগে যেমন – কাস্টমার মডিউল, ইউজার মডিউল। এবার দেখব আমরা কিভাবে “AMD” প্যাটার্ন ফলো করে এই মডিউল গুলো তৈরি করে কাজ করব। AMD (Asynchronous Module Definition) হচ্ছে জাভাস্ক্রিপ্টে মডিউল তৈরি করার একটা পপুলার গাইডলাইন।
আমদের প্রজেক্টের ডিরেক্টরি স্ট্রাকচার হবে এরকমঃ
- index.html
- js
- main.js
- libs
- jquery.js
- require.js
- underscore.js
- backbone.js
- module // আমাদের মডিউল গুলো এখানে থাকবে
- module1.js
- module2.js
index.html
:
<!DOCTYPE html><html><head><meta charset=utf-8 /><meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge,chrome=1" /><title>AMD & RequireJS</title></head><body><script src="js/libs/require.js" data-main="js/main"></script></body></html>
এবার আমরা একটা মডিউল তৈরি করব যার লোকেশন হবে js/module/repository.js:
define("repository", function() {var customerData = [{ id: 1, name: "Nina" },{ id: 2, name: "Tina" },{ id: 3, name: "Mina" }];return {customerData: customerData};});
এখানে, define
মেথড দিয়ে মডিউল তৈরি করতে হয়। প্রথম প্যারামিটার হচ্ছে মডিউল এর নাম (যেমন আমাদের ক্ষেত্রে repository)। এটা অপশনাল। যদি না নেই তাহলে বাই ডিফল্ট ফাইলের নামটাই মডিয়ুলের নাম হবে। এটা তখনি দেয়া জরুরী যখন আমরা আরো অনেক ফাইল একসাথে কনক্যাট করে একটা ফাইল বানাব।
দ্বিতীয় প্যারামিটার হচ্ছে একটা অ্যারে যেটা আমরা দেই নাই। এই অ্যারেতে থাকবে এই মডিউল রান করার জন্য অন্য যেসব মডিউল বা লাইব্রেরি আমাদের দরকার। এটার উদাহরণ আমরা পরে দেখব।
শেষের প্যারামিটার হচ্ছে একটা কলব্যাক ফাংশন যেটার ভিতরে ওই মডিউলের কোড থাকবে।
এবার আমরা main.js
এর ভিতর সবকি ছু কনফিগার করব:
requirejs.config({paths: {"jquery": "libs/jquery.min","repository": "module/repository"},baseUrl: "js"});require(["jquery", "repository"], function ($, repo) {$(function () {var data = repo.customerData,output = [],k = 0;data.forEach(function (key) {output[k++] = "<p>";output[k++] = "Id: " + key.id + " | ";output[k++] = "Name: " + key.name;output[k++] = "</p>";});$("body").append(output.join(""));});});
এখন ধরে নেই আমাদের কাস্টম মডিউল repository অন্য আরেকটা মডিউলের উপর নির্ভরশীল। যেটার নাম হচ্ছে js/module/service.js:
define("service", function() {var orders = [{ customerId: 1, orderId: "ORD101" },{ customerId: 2, orderId: "ORD201" },{ customerId: 3, orderId: "ORD301" }];return {orders: orders};});
এখন এই মডিউলটা আমরা আমাদের repository মডিউলে ব্যাবহার করব। প্রথমে আমাদের main.js
ফাইলে service মডিউলের রেফারেন্স যোগ করবঃ
requirejs.config({paths: {"jquery": "libs/jquery.min","repository": "module/repository","service": "module/service"},baseUrl: "js"});
এরপর আমাদের repository মডিউলের define
মেথডের দ্বিতীয় প্যারামিটারে আমাদের এই মডিউলের জন্য ডিপেন্ডেন্সি বলে দিব। এক্ষেত্রে সেটা হচ্ছে service মডিউলঃ
define("repository", ["service"], function(service) {var customerData = [{ id: 1, name: "Nina", orderId: service.orders[0].orderId },{ id: 2, name: "Tina", orderId: service.orders[1].orderId },{ id: 3, name: "Mina", orderId: service.orders[2].orderId }];return {customerData: customerData};});
Loading Non AMD scripts
এবার আমরা দেখব কিভাবে স্ক্রিপ্ট লোড করব যেগুলো এমডি প্যাটার্ন ফলো করে তৈরি করা হয় নাই। আমরা এবার Backbone আমাদের প্রজেক্টে অ্যাড করব। Backbone হচ্ছে একটা পপুলার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। কিন্তু Backbone যেহেতু "AMD" না তাই আমাদের একটু কনফিগার করে নিতে হবেঃ
requirejs.config({shim: {underscore: {exports: "_"},backbone: {exports: "Backbone",deps: ["underscore"]}},paths: {"jquery": "libs/jquery.min","underscore": "libs/underscore-min","backbone": "libs/backbone-min","repository": "module/repository","service": "module/service"},baseUrl: "js"});
প্রথমে paths
অবজেক্ট এর ভিতরে Backbone এবং Underscore ফাইলের লোকেশন বলে দিলাম। Underscore লোড করা দরকার কারন Backbone নিজেই এর উপর নির্ভরশিল। এরপর shim
অবজেক্ট এর ভ িতরে আমরা এগুলো লোড করলাম। লক্ষ্য করে দেখুন যে Backbone ডিফাইন করার সময় Underscore কে এর ডিপেন্ডেন্সি হিসাবে দেখান হয়েছে।
এখন আমরা backbone ইউজ করতে পারবঃ
require(["jquery", "underscore", "backbone"], function ($, _, B) {console.log("Underscore Version: " + _.VERSION);console.log("Backbone Version: " + B.VERSION);});
সব মিলিয়ে আমাদের main.js
হবে এরকমঃ
requirejs.config({shim: {underscore: {exports: "_"},backbone: {exports: "Backbone",deps: ["underscore"]}},paths: {"jquery": "libs/jquery.min","underscore": "libs/underscore-min","backbone": "libs/backbone-min","repository": "module/repository","service": "module/service"},baseUrl: "js"});require(["jquery", "repository"], function ($, repo) {$(function () {var data = repo.customerData,output = [],k = 0;data.forEach(function (key) {output[k++] = "<p>";output[k++] = "Id: " + key.id + " | ";output[k++] = "Name: " + key.name + " | ";output[k++] = "Order Id: " + key.orderId;output[k++] = "</p>";});$("body").append(output.join(""));});});require(["jquery", "underscore", "backbone"], function ($, _, B) {console.log("Underscore Version: " + _.VERSION);console.log("Backbone Version: " + B.VERSION);});